সরণ
মহাকাশযানটি যখন এক বিন্দু হতে আরেকটি বিন্দুতে পৌছাচ্ছে, তখন সেই বিন্দু দুটির মধ্যেকার ভেক্টরকে আমরা সরণ বলবো। এখন ধরো সময় পরে মহাকাশযানটি আরেকটু পথ অতিক্রম করে B বিন্দুতে পৌছালো, তাহলে তোমার পজিশন ভেক্টরটি হবে । এই যে তুমি একটি দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করলো, এটিকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয়, সরণ। সময় পর তোমার অবস্থান থেকে সময় পর তোমার অবস্থান এর পার্থক্য যে ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটিকেই সরণ ইংরেজিতে displacement vector বলে। সরণ বলা হয়।
এখানে হলো displacement ভেক্টরের একটি উপাংশ। আগের মতই হলে স্পেসশীপটি পজিটিভ অক্ষ বরাবর চলছে, হলে নেগেটিভ অক্ষ বরাবর চলছে, হলে স্পেসশীপটি এদিক ওদিক ঘুরে আবার যেখান থেকে চলা শুরু করেছিলো সেখানেই ফিরে এসেছে। অর্থাৎ displacement ভেক্টর সময়ের পরিবর্তনের সাথে সাথে গতিশীল বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের পার্থক্যকে প্রকাশ করে।