Physicspedia.org

পদার্থবিজ্ঞানের পাঠশালা

বস্তুর সরণ


সরণ

মহাকাশযানটি যখন এক বিন্দু হতে আরেকটি বিন্দুতে পৌছাচ্ছে, তখন সেই বিন্দু দুটির মধ্যেকার ভেক্টরকে আমরা সরণ বলবো। এখন ধরো Δt\Delta t সময় পরে মহাকাশযানটি আরেকটু পথ অতিক্রম করে B বিন্দুতে পৌছালো, তাহলে তোমার পজিশন ভেক্টরটি হবে r(t+Δt)=x(t+Δt)i^r(t+\Delta t) = x (t+\Delta t) \hat{i}। এই যে তুমি একটি দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করলো, এটিকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয়, সরণ। tt সময় পর তোমার অবস্থান r(t)r(t) থেকে t+Δtt+\Delta t সময় পর তোমার অবস্থান r(t+Δt)r(t+\Delta t) এর পার্থক্য যে ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটিকেই সরণ ইংরেজিতে displacement vector বলে। সরণ বলা হয়।

Δr=r(t+Δt)r(t)=x(t+Δt)i^x(t)i^=Δxi^\begin{align} \Delta r &= r(t+\Delta t)-r(t)\\ &=x(t+\Delta t)\hat{i}-x(t)\hat{i}\\ &= \Delta x \hat{i} \\ \end{align}

এখানে Δx\Delta x হলো displacement ভেক্টরের একটি উপাংশ। আগের মতই Δx>0\Delta x\gt 0 হলে স্পেসশীপটি পজিটিভ xx অক্ষ বরাবর চলছে, Δx<0\Delta x \lt 0 হলে নেগেটিভ xx অক্ষ বরাবর চলছে, Δx=0\Delta x=0 হলে স্পেসশীপটি এদিক ওদিক ঘুরে আবার যেখান থেকে চলা শুরু করেছিলো সেখানেই ফিরে এসেছে। অর্থাৎ displacement ভেক্টর সময়ের পরিবর্তনের সাথে সাথে গতিশীল বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের পার্থক্যকে প্রকাশ করে।

◄  কো-অর্ডিনেট সিস্টেম ও বস্তুর অবস্থানবস্তুর গতি ও বেগ  ►